১লা ফেব্রুয়ারি, ২০২৫, শনিবার
১৮ই মাঘ, ১৪৩১, শীতকাল

গুপ্তিপাড়া শ্রী শ্রী বৃন্দাবনচন্দ্র জীউ মন্দির ও মঠ

সংক্ষিপ্ত ইতিহাস

গুপ্তিপাড়ায় জনশ্রুতি আছে সপ্তদশ শতকের মাঝামাঝি সময়ে সত্যদেব সরস্বতী নামে এক তরুন সন্যাসী পর্যটক এসে পৌঁছন গুপ্তিপাড়ায় ভাগীরথীর তীরে। বেলা পড়ে এসেছে তখন। পথশ্রমে ক্লান্ত সত্যদেব ভাগীরথীর ধারে পথের পাশেই একখান ইঁট মাথায় দিয়ে শুয়ে পড়লেন। কয়েকজন গৃহবধু সে পথে কলসী নিয়ে জল আনতে যাচ্ছিলেন। সন্যাসীকে দেখে একজন কৌতুক করে তার সঙ্গিনীদের বললেন – “সন্যাসী ঠাকুর ঘরদোর সংসার ছেড়েছেন, কিন্তু বালিশের সুখটুকু ছাড়তে পারেননি।” তাঁরা এই নিয়ে হাসাহাসি করতে করতে চলে গেলেন। সত্যদেব অত্যন্ত লজ্জিত হয়ে ইঁটখানা দূরে ফেলে দিলেন।

জল নিয়ে ফিরবার পথে সেই দেখে মহিলাদের একজন আবার হেসে বলে উঠলেন – “দেখেছিস ভাই, সন্যাসী ঠাকুরের আবার রাগটুকুও আছে। ইঁটখানা সরিয়ে দিয়েছেন।” তাঁদের বাকপটুতায় মুগ্ধ সত্যানন্দ গুপ্তিপাড়াতেই তার সাধনস্থল স্থির করলেন। আদি গঙ্গার পাড়ে কিছু জঙ্গল পরিস্কার করে আশ্রম তৈরি করলেন। সে সময় আনুমানিক ১৬৪৬ খ্রীষ্টাব্দ। তার বছরদুয়েক পরে সত্যদেব সরস্বতী স্বপ্নাদেশ পেয়ে শান্তিপুরের এক ভক্তগৃহস্থের বাড়ি থেকে শ্রী বৃন্দাবনচন্দ্রকে এনে গুপ্তিপাড়ায় প্রতিষ্ঠা করেন। যেখানে শ্রী বৃন্দাবনচন্দ্র বিরাজ করেন স্বভাব সৌন্দর্যে সেই স্থানটিকে বৃন্দাবন বলে মনে হয়। এজন্য গুপ্তিপাড়া গুপ্তবৃন্দাবন নামে পরিচিত।

শ্রী বৃন্দাবনচন্দ্র জিউ মঠে মন্দিরের সংখ্যা মোট চারটি। শ্রী বৃন্দাবনচন্দ্র, শ্রী কৃষ্ণচন্দ্র, শ্রী রামচন্দ্র ও শ্রী চৈতন্যদেব মন্দির। বাংলার নিজস্ব স্থাপত্যশৈলী, মৃৎশৈলী এবং অঙ্কনশৈলীর ঐতিহ্য মন্দিরের সর্বত্র উজ্জ্বল হয়ে আছে। 

চারটি মন্দিরের মধ্যে শ্রী চৈতন্যদেবের মন্দিরটিই প্রথম নির্মিত হয়। আনুমানিক ১৭০০ খ্রীষ্টাব্দে।  শ্রী বৃন্দাবনচন্দ্র প্রথমে এই মন্দিরেই অধিষ্ঠিত হন। এই মন্দিরটি জোড়বাংলা রীতিতে নির্মিত। বাংলার বিভিন্ন স্থাপত্যরীতির মধ্যে জোড়বাংলা বিরলতম। বর্তমানে এটিতে গৌর-নিতাই-এর মূর্তি আছে। মন্দিরের টেরাকোটার কাজ প্রায় কিছুই আজ আর অবশিষ্ট নেই। 

এরপর প্রতিষ্ঠিত হয় শ্রীরামচন্দ্র মন্দির। আনুমানিক ১৭৪০ খ্রীষ্টাব্দে। এই মন্দির বাংলার একরত্ন রীতিতে তৈরি। মন্দিরটি মঠের একমাত্র টেরাকোটার ভাস্কর্যযুক্ত মন্দির। রামায়ণ কাহিনীর অনেক চিত্র মন্দিরটির গায়ে উৎকীর্ণ আছে। এছাড়াও রাধাকৃষ্ণলীলা, দুর্গা ইত্যাদি দেবদবীর সঙ্গে যুদ্ধযাত্রা, নৌকাযাত্রা, নৃত্যগীত ইত্যাদি সামাজিক চিত্রও আছে। মন্দিরের শ্রীরামচন্দ্র, সীতা, লক্ষণ ও বদ্ধাঞ্জলি হনুমানের মূর্তি প্রতিষ্ঠিত।

মুর্শিদাবাদের নবাব আলীবর্দি খাঁ-র রাজত্বে গুপ্তিপাড়ার জমিদারি পান বৃন্দাবনচন্দ্র। রাজস্ব বাকী পড়ায় নবাবের দরবারে একবার বৃন্দাবনচন্দ্রের তলব পড়েছিল। তখন একটি নকল মূর্তি তৈরি করিয়ে সেটিকেই দরবারে উপস্থিত করা হয়। এই দ্বিতীয় মূর্তিটি রাখার জন্য কৃষ্ণচন্দ্রের মন্দির তৈরী করা হয় আনুমানিক ১৭৬০ খ্রীষ্টাব্দে। এই মন্দির আটবাংলা রীতিতে নির্মিত এবং অলঙ্কারশূন্য।

মঠের মূল মন্দির শ্রী বৃন্দাবনচন্দ্র মন্দির। এই মন্দিরও আটবাংলা রীতিতে তৈরি। চারটি মন্দিরের মধ্যে এইটিই সর্বোচ্চ। মন্দির চূড়ায় পদ্ম ও কলস স্থাপিত। বৃন্দাবনচন্দ্রের মন্দিরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল ছাদে ও দেওয়ালে অঙ্কিত ফ্রেস্কো চিত্র। এই রীতি বাংলার মন্দিরে বিরলতম। আনুমানিক ১৮১০ খ্রীষ্টাব্দে এই মন্দির নির্মান হয়। পরবর্তী কালে ১৯১২-১৯১৫ সাল নাগাদ সরকারী অধিগ্রহণের সময় মন্দির সংস্কৃত হয়ে বর্তমান রূপ পায়। এই মন্দিরে শ্রী বৃন্দাবনচন্দ্র, শ্রী রাধিকা এবং গড়ুর মুর্তি রয়েছে। এছাড়াও এই মন্দিরেই রথের অধিষ্ঠাতা শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার কাঠের মূর্তিও অধিষ্ঠিত থাকেন।

আনুমানিক ১৭৫০ খ্রীষ্টাব্দে শ্রী বৃন্দাবনচন্দ্রের মঠের তত্ত্বাবধায়ক পীতাম্বরানন্দ আশ্রম গুপ্তিপাড়ার রথযাত্রা প্রচলন করেন। আদিতে রথ ১৩ চূড়া বিশিষ্ট ছিলো । ১৮৭৩ সালে দণ্ডীস্বামী পৃথ্ব্যানন্দের সময়ে রথের তলায় চাপা পড়ে বেশ কিছু মানুষ নিহত হন। ফলস্বরূপ রথের আয়তন ছোট করা হয়। ১৩ চূড়া রথ এবার ৯ চূড়া বিশিষ্ট করা হয়। ৫১ ফুট উঁচু সেই রথের চূড়াও চলবার সময় আকাশ ছুঁয়ে যেত। কিন্তু কালের আঘাতে সেই রথও জরাজীর্ণ হয়ে পড়ে। ১৯৫৮ খ্রীষ্টাব্দে ৯ চূড়ার নতুন রথ তৈরীর সময় উচ্চতা আরও হ্রাস করা হয়। সেই রথই এখনো সংস্কৃত হয় ও যাত্রা করে। গুপ্তিপাড়ার রথেসজ্জার অন্যতম আকর্ষন বিশালাকায় কাঠের পুতুল। রথযাত্রার সময় রথের চূড়াগুলির পাশে এই পুতুল বাঁধা হয়। দেহরথের রূপকার্থে মানবমনের বিভিন্ন প্রবৃত্তির দ্যোতক হিসেবে পুতুলগুলো রথে সাজানো হয়।


Share.
>

গুপ্তিপাড়া মিডিয়া

গুপ্তিপাড়ার মনের খবর

নিচের যোগাযোগ বাটনে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান। আমরা যথাশীঘ্র সম্ভব আপনাদের মেসেজের উত্তর দেবো।