

ভাণ্ডারলুঠ – গুপ্তিপাড়া রথযাত্রার বিশেষ অনুষ্ঠান
প্রভু শ্রী জগন্নাথ রথবিহারে বেরিয়ে তাঁর সখী পৌর্ণমাসীর ঘরে (চলতি কথায় মাসির বাড়ি) থেকে যান। লক্ষ্মীদেবী সর্ষেপোড়া দিয়ে প্রভুকে ফেরানোর চেষ্টা করেও বিফল হওয়ার পরে অন্য উপায় অবলম্বন করেন। লক্ষ্মীদেবী প্রভু জগন্নাথদেবের গোপবাহিনীকে প্ররোচিত করেন পৌর্ণমাসীর ভাণ্ডার লুঠ করার জন্য। গুপ্তিপাড়ার গ্রামদেবতা শ্রীশ্রী বৃন্দাবনচন্দ্র, কৃষ্ণচন্দ্র এবং বিশাল গোপবাহিনী নিয়ে খাদ্যভাণ্ডার লুঠ করেন। এই অনুষ্ঠান “ভাণ্ডার লুঠ” নামে পরিচিত। এই বিশেষ অনুষ্ঠান গুপ্তিপাড়া ছাড়া ভারতের অন্য কোন রথযাত্রায় পালিত হয় না। সৃজন – শুভজিৎ সিংহ, অভিষেক ভৌমিক, দিবাকর সিং, অন্বেষা আবেদিন,