গুপ্তিপাড়ায় চড়ক ও নীল

চৈত্র মাসে গুপ্তিপাড়ায় শিবের চড়ক এবং নীলের গাজন দুইই বেশ প্রচলিত উৎসব। চড়ক এবং গাজন প্রান্তিক মানুষজনের উৎসব। সমাজের তথাকথিত উচ্চশ্রেণী এই উৎসবে সক্রিয় অংশগ্রহণ করেন না। চড়ক বলতে আমরা সাধারণতঃ পিঠে বঁড়শি বেঁধা বা ওই ধরণের কিছু আচারের কথাই ভাবি। কিন্তু আসলে চড়ক পুরো চৈত্র মাস ধরে চলে। যে সমস্ত পুরুষেরা চড়কে নামেন তারা এই এক মাস সন্যাসব্রত পালন করেন। গৃহত্যাগী হয়ে অন্যান্য সন্যাসীদের সঙ্গে থাকেন এবং ভিক্ষা করে আহার করেন।

অন্যদিকে নীলের গাজন বোধহয় আরো বেশি আদিমতার দিকে ঝুঁকে থাকে। প্রকৃতিপুজোর সঙ্গে সামাজিক নাচ, গান, বিভিন্ন ধরণের সাজ ইত্যাদি নিয়ে সারারাত ধরে গ্রাম জুড়ে নীলের গাজন পালিত হয়। অনেকটা বিদেশীদের হ্যালোউইন উৎসবের মতোই আধিদৈবিক উপাচার ও আঙ্গিক মিশে থাকে নীল উৎসবে।

নিচের ছবিতে ক্লিক করে আরো ছবি দেখুন